বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) বিভাগ এর আয়োজনে (০১ জুলাই ২০২৪ খ্রি.) এফএমপিই বিভাগের সেমিনার কক্ষে কৃষি গবেষণা ও উন্নয়নে কৌশলগত পরিকল্পনা প্রনয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন পার্টনার প্রোগ্রামের কর্নসালটেন্ট প্রফেসর মঈনুস সালাম; ড. কবির ইকরামুল হক; ড. শমসের আলী; বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম; পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ; পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. আবু হেনা ছরোয়ার জাহান; পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. নজরুল ইসলাম; পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. মতিয়ার রহমান; পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মুন্সী রাশীদ আহমদ। এছাড়াও বারি’র বিভিন্ন কেন্দ্র/বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং সিনিয়র বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন।