অনলাইন ডেস্ক:
আবাসনের কারণে যাতে ঢাকার শহরতলীতে কৃষিখাতে ক্ষতি না হয় সেদিকে দৃষ্টি দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও নির্দেশ দিয়েছেন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দুই-তিন ফসলি কৃষিজমি ব্যবহার এড়ানোর।
আজ (২ জুলাই) মঙ্গলবার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর সভায় এই নির্দেশ দিয়েছেন তিনি।
সভা শেষে ব্রিফিং এ জানানো হয়, বর্ষাকালে মাঠ পর্যায়ে কাজ বিঘ্নিত হয়, তাই এসময় নতুন প্রকল্পের দাপ্তরিক কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন, বরগুনা ও মুন্সিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বিসিক মুদ্রণ শিল্প নগরী, রায়পুরায় ১২০ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ ৫ হাজার ৪শ ৫৯ কোটি ৮৭ লাখ টাকার এগারোটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।
এর মধ্যে সরকারি অর্থায়ন ৫ হাজার ২শ ১৪ কোটি, বৈদেশিক অর্থায়ন ১শ ৪০ কোটি এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১শ ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।