গাজীপুরে ৬৬ বোতল বিদেশী মদসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

সারা দেশ

স্টাফ রিপোর্টার:
গাজীপুরে বস্তায় ভর্তী করে অভিনব কায়দায় বিপুল পরিমাণ বিদেশি মদ বহনকালে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৩০জুন) বেলা ৩টায় গাজীপুর মেট্রোপলিটন (বাসন থানা) পুলিশের অভিযানে ওই তিন মাদক কারবারিকে নগরীর ইটাহাটা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদেরকে তল্লাশি চালিয়ে তাদের নিকট থাকা বস্তায় রক্ষিত অবস্থায় ৬৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বাসন থানার ইটাহাটা মধ্যপাড়া গ্রামের জোবায়েদ হাসান শিমুল একই থানার মজলিশপুর গ্রামের মো. কামরুল ইসলাম ও কুড়িগ্রাম সদর থানার বেলগাছা গ্রামের মো. সাইফুল ইসলাম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পুলিশ। এতে জানানো হয় উদ্ধার মাদকের বর্তমান বাজার মূল্য দুই লাখ টাকা।

সোমবার পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর। জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, রবিবার দুপুরে ইটাহাটা এলাকায় একটি গলিতে বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ীর অবস্থান সম্পর্কিত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিদেশি মদ-সহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়। তিনি জানান তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা (মামলা) প্রকৃয়াধীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *