ক্ষমতায় থাকি আর না থাকি, দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় থাকার মানুষ আমি না: প্রধানমন্ত্রী

জাতীয়

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাবা (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) কখনো কারও কাছে মাথা নত করেনি, আমিও কারও কাছে মাথা নত করি না। ক্ষমতায় থাকি আর না থাকি, দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় থাকার মানুষ আমি না।

পদ্মা সেতু প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হওয়ায় এ কর্মযজ্ঞের আনুষ্ঠানিক সমাপ্তি টানতে শুক্রবার (৫ জুলাই) বিকেলে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।


পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী বলেন, সাধারণত প্রকল্পের সমাপনী কোনো অনুষ্ঠান হয় না। তবে পদ্মা সেতু নির্মাণে অনেক কাঠখড় পোহাতে হয়েছে। বিশেষ করে পদ্মার দুই পাড়ের যারা জমি দান করেছেন এবং সেতু নির্মাণের সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন, তাদের কৃতজ্ঞতা জানানোই এই অনুষ্ঠানের উদ্দেশ্য।

তিনি বলেন, পদ্মা সেতু করতে গিয়ে- যেহেতু খরস্রোতা নদী, অনেক দুর্যোগ এসেছে। এই দুর্যোগে অনেকেই মৃত্যুবরণ করেছেন। যারা প্রয়াত, তাদের প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তাদের আত্মার মাগফেরাত কামনা করি।

পদ্মা সেতু নির্মাণে কোনো দুর্নীতি হয়নি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রকল্পের টাকায় এক পয়সাও দুর্নীতি হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক যা বলেছে সব ভুয়া, ভিত্তিহীন। এটা ফেডারেল কোর্টের রায়।

এর আগে, বিকেল পৌনে ৪টার দিকে মাওয়া পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা মাওয়া প্রান্তেই পদ্ম সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। এবার সেখানেই প্রকল্পের সফল সমাপ্তি ঘোষণা করবেন।

এদিকে, দুইদিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সুধী সমাবেশ শেষে বিকাল ৫টায় টুঙ্গিপাড়ার পথে রওনা হবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *