কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাবার হোটেলে:নিহত ১ আহত তিনজন

গাজীপুর সারা দেশ

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে নাওজোর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রোববার দুপুরে এক কাভার্ডভ্যান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাাঁড়িয়ে থাকা অপর কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে পাশের আয়শা হোটেলের ভিতরে ঢুকে যায়। এতে একজন নিহত, আরো তিনজন আহত হয়েছে।

নিহত বিপুল মিয়া (২৫), স্থানীয় পোশাক কারখানার শ্রমিক এবং গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কামারনাই এলাকার মোঃ মোফাজ্জল হোসেনের ছেলে। আহতরা হলো দিনাজপুরের-দক্ষিন মহেশপুর এলাকার মোকসেদুর রহমানের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৩), ঢাকার আশুলিয়া বেড়িবাধ এলাকার বাসিন্দা মো. শফিকুল ইসলাম (৩৪) ও হোটেলের মালিক আরফান মিয়ার তিন বছরের মেয়ে আয়শা।

বাসন থানার ওসি আবু সিদ্দিক জানান, রোববার দুপুরে চৌরাস্তা বাজার ব্যবসায়ী রাশেদ জেনারেল স্টোর মালিকানা একটি কাভার্ডভ্যান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় রোডের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি ছোট কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়।

এতে ছোট সামনের দিকে দিকে চলে গেলেও বড় কভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রোডের পাশে থাকা আয়শা খাবার হোটেলের ভিতরে ঢুকে যায়। এসময় হোটেলে দুপুরের খাবার খেতে যাওয়া বিপুল মিয়াসহ কভার্ডভ্যানটি চারজনকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক বিপুলকে মৃত ঘোষণা করেন এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে জাহাঙ্গীর আলম এবং শফিকুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আয়েশাকে পঙ্গু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘাতক কভার ভ্যানটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *