গাজীপুর প্রতিনিধি:
কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলন করতে যেয়ে পুলিশ ও ছাএলীগের গুলিতে নিহত শিক্ষার্থীদের স্মরণে গায়েবানা জানাজা করেছে গাজীপুর মহানগর ও জেলা বিএনপি।
বুধবার দুপুর ২টার দিকে নগরীর রাজবাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ জানাজার নামাজে নিহতদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, ডা: রফিকুল ইসলাম বাচ্চু ডা: মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, বিএনপি নেতা এড.শহীদুজ্জামান,রাকিব উদ্দিন সরকার পাপ্পু,এড. আব্দুস সালাম, বশির আহম্মেদ বাচ্চু,ভিপি জয়নাল আবেদীন তালুকদার, সাংবাদিক দেলোয়ার হোসেন,আব্দুর রহিম কালা, মহানগর জিয়া পরিষদের সভাপতি এড.সাইফুল ইসলাম মোল্লা, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান মুন্না, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীনসহ বিএনপি ও এর অঙ্গদলসমূহের বিপুল সংখ্যক নেতাকর্মী।