গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গরীব ও অসহায় ৫শ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসাবে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন। খাদ্য সহায়তার মধ্যে ছিলো- চাল, ডাল, লবণ, চিনি, তেল, মরিচ, হলুদ ও ধনে গুড়া।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস.এম. ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ হোসেন স্বপন।
অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুবকর চৌধুরী, কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহমেদ প্রমুখ। এ সময় গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা, পৌর, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসাবে শুকনো খাবার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।