
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনের সঙ্গে সাক্ষাৎ করেছেন গাজীপুরের বীর মুক্তিযোদ্ধারা। কোটাবিরোধী আন্দোলন চলাকালে মেয়রের বাসভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং উত্তরায় সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ওপর পৈশাচিক হামলার নিন্দা ও সমবেদনা জানান বীর মুক্তিযোদ্ধারা।
সোমবার দুপুরে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিনের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা মেয়র জায়েদা খাতুনের বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করে সমবেদনা প্রকাশ করেন এবং এসব ঘটনার নিন্দা ও বিচার দাবি করেন।
মেয়র জায়েদা খাতুন বীর মুক্তিযোদ্ধাদের স্বাগত জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন সাংবাদিকদের বলেন, জনগণের ভোটে নির্বাচিত একজন মেয়রের বাসভবনে ন্যক্কারজনকভাবে হামলা চালানো হয়েছে। একইভাবে তার ছেলে সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমকে হত্যার উদ্দেশ্যে উত্তরায় হামলা করা হয়। এ দুটি ঘটনা একসূত্রে গাঁথা। জাহাঙ্গীর আলম অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি এসব হামলা, ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
মেয়রের সঙ্গে সাক্ষাতকালে তার সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা জিন্নত আলী, বীর মুক্তিযোদ্ধা সফিউদ্দিনসহ অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।