গাজীপুরে বাধা উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুর সারা দেশ

গাজীপুর প্রতিনিধি:

কয়েক দফা পুলিশের বাধা উপেক্ষা করে গাজীপুর শহরে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। পরে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ শিক্ষার্থীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এসময়ে কয়েকজন আটক করা হয়েছে বলে ছাত্ররা অভিযোগ করেছেন।

বুধবার দুপুরে আন্দোলনকারীরা গাজীপুর শহরের বড় মসজিদের সামনে থেকে বিক্ষিপ্ত মিছিল বের করে। মিছিলটি শিববাড়ি দিকে অগ্রসর হলে বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীরা যোগ দেন। পরে মিছিলটি শিমুলতলী রোড হয়ে বাসস্ট্যান্ডের দিকে চলে যায়। এসময় তারা প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন৷

শিক্ষার্থীরা জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ হতে হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসাবে গাজীপুরে বিক্ষিপ্ত মিছিল করেছে শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১১ টার দিকে গাজীপুর শহরের রাজবাড়ী রোডের জেলা প্রশাসকের কাযালয়ের সামনে জড়ো হতে থাকে। এসময়ে পুলিশ খবর পেয়ে সেখানে সড়কের দুই পাশে বেরিকেড দেয়। পরে শিক্ষার্থীরা দুপুরে গাজীপুর শহরের রেলক্রসিং এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। এসময়ে আশপাশের এলাকা থেকে শিক্ষার্থীরা মিছিলে যোগদেয়। পরে মিছিলটি শিববাড়ি হয়ে শিমুলতলীর ডুয়েটের দিকে যেতে থাকে। মিছিলটি ওই সড়কের বটতলা এলাকায় পৌছালে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এসময়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়ার ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা চলে গেলে দুপুর দুইটা /আড়াইটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে গাজীপুরে ডুয়েট, শিববাড়ি মোড়, জেলা প্রশাসকের কাযালয়ের সামনেসহ বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ অবস্থান নেয়।

শিক্ষার্থীরা জানান, হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসাবে আমাদের শহরের মধ্যে অবস্থানের কথা ছিল। তবে পুলিশের চেকপোস্ট থাকায় সেটি আমরা করতে পারিনি। গ্রেপ্তারের ভয়ে ডিসি অফিসের পশ্চিম দিকে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা এদিকের মিছিলে অংশ নিতে পারেনি।

গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) নন্দলাল চৌধুরী সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হওয়ার চেষ্টা করলে তাদের ছাত্রভঙ্গ করে দেয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *