অসহযোগ আন্দোলনে: গাজীপুর প্রেসক্লাবসহ আওয়ামীলীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাজীপুর সারা দেশ

গাজীপুর প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক দফা দাবিতে ‘অসহযোগ আন্দোলন’ কর্মসূচির মধ্যে গাজীপুর প্রেসক্লাব,গাজীপুর জেলা ও মহানগর আওয়ামীলীগ অফিসে আগুন , মেট্রো সদর পুলিশ বক্স ভাঙচুর ও কালিয়াকৈর উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।

রোববার বিকেলে গাজীপুর শহরের রথখোলা গাজীপুর প্রেসক্লাবে ভাঙচুর ও গাজীপুর জেলা আওয়ামী লীগের অফিসে অগ্নিসংযোগ করে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামছুল হক রিপন বলেন, গাজীপুর শহরের আওয়ামীলীগ দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর গাজীপুর প্রেসক্লাবে ইট-পাটকেল ছুঁড়ে ভাঙচুর করে আন্দোনকারি শিক্ষার্থীরা।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চন্দ্রা-ত্রিমোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, অসহযোগ আন্দোলনে যোগ দিতে রোববার সকাল ১০টার পর থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ জড়ো হতে শুরু করেন। পরে মিছিল নিয়ে তারা চন্দ্রা ত্রিমোড় এলাকায় অবস্থান নেন। কিছু সময়ের মধ্যে চন্দ্রা এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

এ সময়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও কালিয়াকৈর নবীনগর সড়কে অবরোধ সৃষ্টি করে। আওয়ামী লীগের নেতাকর্মীরা চন্দ্রা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করলে তাদের ধাওয়া করেন। এক পর্যায়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করে তারা। এ সময় চন্দ্রা ত্রিমোড় এলাকায় পুলিশ বক্স ভাঙচুরের ঘটনাও ঘটে।

ওসি নাসিমের ভাষ্য, আন্দোলনকারীরা বিক্ষোভ করছেন। পুলিশ বক্সে ও আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিক্ষোভকারীরা অগ্নিসংযোগ করেছেন।

এ সময় ঔষধ ও কাঁচা বাজারের দোকানপাটসহ গাজীপুর শহর ও চান্দনা-চৌরাস্তা এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ দেখা গেছে। অটোরিকশা ছাড়া দূরপাল্লার ও আঞ্চলিক সড়কে কোন যাত্রীবাহী গাড়ি চলাচল করেনি।

গাজীপুরের কোনাবাড়ি, শিববাড়ি, শিমুলতলীতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনেও আন্দোলনকারীরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *