কাশিমপুর কারাগার থেকে ২০৯ বন্দির পলায়ন, গুলিতে নিহত ৬

গাজীপুর সারা দেশ

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কাশিমপুরের হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানোর সময় কারা রক্ষীদের গুলিতে ছয় বন্দি নিহত হয়েছেন। তাদের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা বুধবার (৭ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইসিকিউরিটি কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, ‘গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) কারাগার থেকে পালানোর সময় ইনকাউন্টারে ৬ জন মারা গেছেন। এছাড়া কারাগারের ওয়াল (দেয়াল) টপকে এবং দাঙ্গা করে বেরিয়ে গেছেন ২০৯ জন বন্দি। এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কারাগারের পরিবেশ স্বাভাবিক আছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *