কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ‘শীর্ষ সন্ত্রাসী’ কিলার আব্বাস

সারা দেশ

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পেয়েছেন রাজধানীর এক সময়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ আব্বাস আলী, যিনি ‘কিলার আব্বাস’ নামে পরিচিতি পেয়েছিলেন।

মুক্তি পেয়ে সোমবার রাত সোয়া ১০টার সময় তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে যান বলে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম।

জেলা সুপার বলেন, আব্বাস আলীর জামিনের যাবতীয় কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই বাছাই শেষে ও অন্য কোনো সংস্থার আপত্তি না থাকায় সোমবার রাতে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

গত শতকের নব্বইয়ের দশকে সরকারঘোষিত কয়েকজন শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে অন্যতম ছিলেন আব্বাস আলী। তার বাবার নাম সাহাবুদ্দীন ওরফে তমিজ উদ্দীন।

ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে ও রাজধানীর কাফরুল থানার কচুক্ষেত এলাকায় প্রকাশ্যে দুই ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় হত্যা মামলা করা হয় তার বিরুদ্ধে।

পরে ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন তিনি। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

এদিকে তার মুক্তির খবর পেয়ে সোমবার রাত ৮টার পর থেকে আব্বাস আলীর স্ত্রী, ভাগিনা ও স্বজনরা গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে কয়েকটি প্রাইভেট কার নিয়ে প্রস্তুতি নেন। পরে আব্বাস বের হলে তাকে নিয়ে চলে যান।

এ সময় সাংবাদিকদের সঙ্গে তারা কথা বলতে রাজি হননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *