ব্রি’র সাবেক ডিজি’র নানা অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

গাজীপুর সারা দেশ

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর সদ্য স্বেচ্ছায় অবসরে যাওয়া মহাপরিচালক মোঃ শাহজাহান কবীরের নানা অনিয়ম ও দুর্নীতির তদন্ত ও বিচার দাবিতে মঙ্গলবার দুপুরে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে করেছেন ব্রি’র কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত একঘন্টা ব্যাপী ওই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন ব্রি’র পরিচালক (গবেষণা) ডঃ মোহাম্মদ খালেকুজ্জামান, পরিচালক (প্রশাসন) ডঃ মোঃ আব্দুল লতিফ প্রমুখ।

বক্তারা বলেন, শাহজাহান কবীর ক্ষমতায় থাকাকালে শ্রমিক ও কর্মকর্তা নিয়োগে অনিয়ম, পদোন্নতি প্রদানে অনিয়ম, ব্রি মিউজিয়াম নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগে অনিয়ম, ডিজি’র বাংলো নির্মাণে অনিয়ম, গবেষণা প্লটে মাটি ভরাটে অনিয়মসহ নানা অনিয়ম করেছেন। আমরা তার সকল অনিয়ম- দুর্নীতির বিচার ও শাস্তি চাই।

এর আগে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক (চলতি দায়িত্ব) ড. মো. শাহজাহান কবীরের বিরুদ্ধে তদন্ত করছে কৃষি মন্ত্রণালয় গঠিত কমিটি। তার বাড়ি, গাড়ি, ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতি এবং অ্যাপায়ন অনুদানে পরিশ্রমী লুটপাট নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *