গাজীপুরে বিএনপির অবস্থান কর্মসূচি আনন্দ মিছিল

গাজীপুর সারা দেশ

গাজীপুর প্রতিনিধি:
ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির দ্বিতীয় দিন বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি শেষে বিকেলে বিশাল আনন্দ মিছিল করেছে গাজীপুর মহানগর বিএনপি। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার ও সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নেতৃত্বে মিছিলটি গাজীপুর প্রেসক্লাব প্রাঙ্গন থেকে শুরু হয়ে রাজবাড়ি রোড হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এর আগে প্রেসক্লাব বটমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম। আরো বক্তব্য দেন, বিএনপি নেতা আফজাল হোসেন কায়সার, অ্যাডভোকেট আব্দুস সালাম শামীম প্রমুখ। উপস্থিত ছিলেন, বিএনপি নেতা বসির আহমেদ বাচ্চু, সৈয়দ আক্তারুজ্জামান, রাশেদুল ইসলাম কিরণ, পেশাজীবী নেতা সাংবাদিক দেলোয়ার হোসেন, খন্দকার আলী হোসেন, বাবুল হোসেন, নীনা মোস্তফা, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, সদস্যসচিব মাহমুদুল হাসান রাজু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় সভাপতি রায়হান আল-মাহমুদ রানা, ছাত্রদল নেতা ইমরান রেজা প্রমুখ।
অপরদিকে বৃহস্পতিবার স্বোচ্ছাসেবকদল নেতা সরকার শাহনূর ইসলাম রনির নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশনরোড এলাকায় অবস্থান কর্মসূচি পালন ও পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় স্থানীয় নতুন বাজারস্থ সাবেক চাঁদনী হল প্রাঙ্গনে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল সাড়ে ৩টায় নগরীর বাসন থানা বিএনপির নৈরাজ্য বিরোধী একটি বিক্ষোভ মিছিল চান্দনা চৌরাস্তা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। নগরীর ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপি স্থানীয় টিএন্ডটি বাজারে অবস্থান কর্মসূচি, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে বক্তব্য দেন, বিএনপি নেতা নূর মুহাম্মদ, লিয়াকত আলী, আইয়ুব আলী, নাজিম উদ্দিন খান, সোহরাব হোসেন প্রমুখ। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবারও নগরীর ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল সরকারের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার থেকে গাজীপুরা পর্যন্ত যানজট নিরসন বা ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত শতাধিক শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করা হয়। বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকারের পক্ষে ধীরাশ্রম রেলস্টেশন চত্বরে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন বিএনপির নেতা সাফিউদ্দিন সাফি। অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে গুলিতে আহত নমবশ্রেণির ছাত্র সাবিদ হোসেন ও আশিকের চিকিৎসার্থে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপি নেতা রোকুনুজ্জামান সরকার, শাহাদাত হোসেন দিশারী, ওমর ফারুক, আতিকুল ইসলাম ও ছাত্রদল নেতা রেদওয়ানুল বেপারী প্রত্যয় বেপারী। কোনাবাড়ি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুনের নেতৃত্বে অনুরূপ কর্মসূচি পালক করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *