ভিসি ও ট্রেজারারের পদত্যাগের আলটিমেটাম বশেমুরকৃবি’র ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ

গাজীপুর শিক্ষা সারা দেশ

গাজীপুর প্রতিনিধি:

দেশব্যাপী চলমান আন্দোলনের সাথে সঙ্গতি রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ভাইস-চ্যান্সেলর ট্রেজারারের পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন অত্র বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষক, কর্মকর্তা কর্মচারীবৃন্দস্বৈরাচারী, দুর্নীতিবাজ, নিপীড়নকারী ফ্যাসিবাদি মনোভাবের জন্য আজ বিকাল ৫টার মধ্যে পদত্যাগ চেয়ে ‘এক দফা’দাবী জানানউপলক্ষ্যে সকাল ১০ টায় প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়

এসময় বৈষম্যবিরোধী আন্দোলনের বশেমুরকৃবির সমন্বয়ক প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের একটি যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা যে হত্যাযজ্ঞ চালিয়েছে তা সবার মনে ঘৃণার উদ্রেক করেছেশেখ হাসিনার মদদপুষ্ট হয়ে বর্তমান ভিসি ট্রেজারার পদত্যাগ না করে পালিয়ে বেড়াচ্ছেন, যার ফলে একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং ক্যাম্পাস অস্থিতিশীল হয়ে উঠছে

উদ্ভুত এ পরিস্থিতির দায় প্রশাসনকেই নিতে হবে বলেও তিনি উল্লেখ করেন। অধিকন্তুু, দ্রুত পদত্যাগ করে এ বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম স্বাভাবিককরণের জন্য প্রশাসনের প্রতি দৃঢ় আহ্বান জানান অপর সমন্বয়ক প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। নিপীড়ন ও বৈষম্যবিরোধী এ সমাবেশে সিনিয়র শিক্ষক, সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন। অন্যদিকে শিক্ষার্থীরা ‘দাবি এক দফা এক, প্রশাসনের পদত্যাগ’ শ্লোগান দিয়ে তাদের দ্রুতই পদত্যাগের জোর দাবি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *