খালেদা জিয়ার সুস্থতা কামনায় গাজীপুরে সম্মিলিত পেশাজীবী পরিষদের দোয়া অনুষ্ঠান

গাজীপুর সারা দেশ

গাজীপুর প্রতিনিধি:
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া এবং আলোচনা সভা করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ,গাজীপুর জেলা শাখা।

শুক্রবার বিকেলে গাজীপুর নগরীর ছায়াবীথি এলাকায় একটি কমিউনিটি সেন্টার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে
ডা.মাজহারুল আলম বলেছেন, বিএনপি নেতাকর্মীদের ১৬ বছরের অসীম ত্যাগ-তিতিক্ষা বাদ দিয়ে দ্বিতীয় স্বাধীনতার ইতিহাস হতে পারে না।

তিনি বলেন, জাতীয়তাবাদী পেশাজীবীগণ খালেদা জিয়ার অতন্দ্র প্রহরী। খালেদা জিয়া যতদিন বন্ধী ছিল এদেশে গণতন্ত্র ততদিন বন্ধী ছিলো। পরিষদের জেলা শাখার সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, এ্যাবের সদস্য সচিব প্রফেসর ড. জি. কে. এম মোস্তাফিজুর রহমান, জেটের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ইঞ্জিঃ এবি এম রুহুল আমীন আকন্দ,বিএনপি নেতা আফজাল হোসেন কায়সার,পেশাজীবী নেতা প্রফেসর ড. আবু আশরাফ খান, ইঞ্জিনিয়ার হারুন আল রশিদ, উপ-রেজিষ্ট্রার আব্দুল্লাহ মৃধা,জাতীয় বিশ্ব বিদ্যালয়ের উপ রেজিষ্ট্রার মোঃ জহুরুল হক, ভিপি জয়নাল আবরদীন তালুকদার, আক্তারুজ্জামান, সাংবাদিক রেজাউল বারী বাবুল,সাংবাদিক অধ্যাপক সামসুল হুদা লিটন, এ্যাবের গাজীপুর জেলা শভাপতি হাবিবুর রহমান মুকুল, ইঞ্জিনিয়ার সুলতান হোসেন শিশির, ইঞ্জিঃ এস এম শামীম,এ্যাড. সিরাজুল ইসলাম,সাংবাদিক হাবিবুর রহমান,কামরুজ্জামান প্রমুখ।

আলোচনা শেষে খালেদা জিয়ার সুস্থ্যতা ও আন্দোলনে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাসুম বিল্লাহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *