কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের আজমতপুর স্মার্ট ফারর্মাস ডেইরি এন্ড এগ্রো ইকো রিসোর্টে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজ এর অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে।
নানা কর্মসুচির মাধ্যদিয়ে শুক্রবার দিন ব্যাপী চলে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজ এর নানা আয়োজন।
রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের প্রেসিডেন্ট আলী আজগর মিয়া রতন;র সভাপতিত্বে ও চেয়ারম্যান সুব্রত কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক জেলা গভর্ণর (পিডিজি) মাগফুর উদ্দিন আহমেদ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- রোটারী ক্লাবের প্রসিডেন্ট আলী আজগর মিয়া রতন, চার্টার প্রেসিডেন্ট জাকির হোসেন সরকার, ইলেক্ট প্রেসিডেন্ট একরামুল হক, সেক্রেটারী রফিকুল ইসলাম প্রমুখ।
শুক্রবার বিকেলে রোটারী অভিষেক অনুষ্ঠানে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষে তাদের মাঝে সেলাই মেশিন দেয়া হয়।
পরে আজমপুর বিলে উন্মুক্ত জলাশয়ে রুই,কাতল, মৃগেলসহ বিভিন্ন প্রজাতের পোনা মাছ মাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।