গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মনির হোসেন মন্ডলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার দিবাগত রাতে মহানগরের কাশিমপুরের লতিফপুর এলাকায় তার নিজ বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে।
এসময় কাউন্সিলর মনির মন্ডল বাসায় ছিলেন না। মনির মন্ডলের স্ত্রী মোসাম্মৎ বেগম বলেন, প্রতিদিনের মতো আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাই। রাত পৌনে তিনটার দিকে চার তলা বাড়ির পিছনের জানালার গ্রিল ও রডের সেফটি বেড়ী ভেঙ্গে ৫জন ডাকাত কাউন্সিলরের শয়ন কক্ষে প্রবেশ করে। ওই কক্ষে মনির হোসেন মন্ডলকে না পেয়ে ভেতর থেকে দরজা ভেঙ্গে পাশের রুম যায়। অস্ত্রের মুখে তারা বাড়ীর সবাইকে জিম্মি করে কাউন্সিলর মনির হোসেনকে খুঁজতে থাকে। এসময় তাদের সবার হাতে আগ্নেয়াস্ত্র ছিল। ডাকাতরা ৭ভরি স্বর্ণ ও নগদ দুই লাখ টাকা নিয়ে গেছে বলে জানান পরিবারের সদস্যরা। মনির হোসেন মন্ডল কাউন্সিলর নির্বাচিত হওয়ার পূর্বে দৈনিক যুগান্তরের কোনাবাড়ি কাশিমপুর প্রতিনিধি ছিলেন।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, তিনি ঘটনাটি অবগত হয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) কে ঘটনা স্থলে পাঠানো হয়েছে। আমিও ঘটনা পরিদর্শনে রওনা দিয়েছি। তিনি আরো বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।