জাতীয় সরকারে সমর্থন দিল গণধিকার পরিষদ

গাজীপুর রাজনীতি সারা দেশ
 স্টাফ রিপোর্টার, গাজীপুর:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সরকার গঠনের যে প্রস্তাব দিয়েছেন, সে প্রস্তাবে গণআধিকার পরিষদ একমত পোষণ করে বলে জানিয়েছেন গণআধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান।
তিনি (৬ সেপ্টেম্বর) শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত গণঅভ্যুত্থান পরবর্তী তারুণ্যের রাজনৈতিক ভাবনা শীর্ষক সেমিনারে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সরকার গঠনের যে আহ্বান জানিয়েছেন তার এই আহ্বানের প্রতি গণআধিকার পরিষদের সমর্থন রয়েছে। আমরাও চাই আগামীতে জাতীয় ঐক্যের সংহতির সরকার গঠন করা হোক।
তিনি বলেন, বাংলাদেশে সর্ব প্রথম গণতন্ত্র ধ্বংস করেছেন শেখ মুজিবুর রহমান। ৭১ সালের আগে তার ভূমিকা ভালো ছিল। তারপরে তার রাজনীতি ছিল ভূলে ভরা। নৃসংশ স্বেরাচার দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা এদেশে প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করছে।
আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবী জানিয়ে রাশেদ খান বলেন, অন্যথায় এর জন্য আন্দোলন করা হবে।
সেমিনারের যুব অধিকার পরিষদ, গাজীপুর জেলার সাবেক আহ্বায়ক মমিন আকন্দ তন্ময়ের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, রোকেয়া জাবেদ মায়া, মাহফুজুর রহমান খান, আব্দুর রহমান, জামাত নেতা মোঃ হোসেন আলী, নাগরিক ঐক্যের কামাল হোসেন প্রমুখ।
পরে গাজীপুর মহানগরীর হাবিবুল্লা সরণিতে গণধিকার পরিষদ, গাজীপুর শাখার অফিস উদ্বোধন করা হয়।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *