গাজীপুর প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েব আমীর ও অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জল করিম বলেন,স্বাধীনতার ৫৩ বছরে এদেশে বারবার শুধু ক্ষমতা পালা বদল হয়েছে। নেতার পরিবর্তন হয়েছে। কিন্তু নীতি ছিলো একটিই তা হলো মানব রচিত আইন ও শাসন ব্যবস্থা। আর এর কারণে শাসক গোষ্ঠী হয়েছে স্বৈরাচার ও দুনীর্তিবাজ।
তিনি বলেন, শত শত ছাত্র-জনতার জীবন উৎসর্গ এবং পঙ্গুত্ব বরণ করার মাধ্যমে সফল হয়েছে এ আন্দোলন । বিদায় হয়েছে রক্তচোষা মানবতা বিরোধী ফ্যাসিস্ট আওয়ামী সরকার।
তিনি হুঁশিয়ারি করে বলেন, এই স্বাধীনতার সুযোগ নিয়ে যুদি কোন ব্যক্তি বা দল চাঁদাবাজি দখল দ্বারীত্ব করতে চান। তাহলে তাদেরকে গাছের সাথে বেঁধে আমাদের খবর দিবেন। এবং আশেপাশে যুদি মাদ্রাসা থাকে ছাত্রদের লাঠি-সোঠা নিয়ে তাদের প্রতিহত করতে বলেন।
ছাত্র জনতার গণ বিপ্লবের সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার দাবিতে গাজীপুর গণসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শনিবার বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাজীপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে ঐতিহাসিক রাজবাড়ী মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নগর আন্দোলনের সভাপতি মুহাম্মদ ফাইজ উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন মাওলানা গাজী আতাউর রহমান।
বক্তব্য রাখেন, আমিনুল ইসলাম কেন্দ্রীয় সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, মাওলানা নেছার উদ্দিন কেন্দ্রীয় সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ নাসির উদ্দিন সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা, মোহাম্মদ ফাইজ উদ্দিন সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরসহ জেলা ও মহানগরের নেতাকর্মীরা।
গণ বিপ্লব পরবর্তী দলের সাংগঠনিক কাঠামো জোরদার করার লক্ষ্যে গাজীপুর জেলা ও মহানগর এর যৌথ উদ্যোগে ঐ রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।