গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অবস্থিত ট্রান্সকম বেভারেজের কাছে পাওনা টাকার দাবীতে মানব বন্ধন করেছে ভোক্তভোগিরা। সোমবার বিকেলে গাজীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভোক্তভোগিরা জানান, কালিয়াকৈর উপজেলার মৌচাক কামরাঙাচালা এলাকার স্থানীয় ১২টি বাড়ী ট্রান্সকম বেভারেজ কর্তৃপক্ষ তাদের কারখানা সম্প্রসারনের সুবিধার্থে কয়েক বছর আগে কিনে নেয়। ক্রয়কৃত বাড়ীর লোকদেরকে শর্তঅনুযায়ী পাশেই অন্য জায়গায় স্থানান্তর করে। এসময় কারখানা কর্তৃপক্ষ লিখিত শর্ত দিয়েছিল যে, গ্যাস বিদ্যুত পানির লাইন স্থানান্তর করে দেবে এবং বাড়ীর স্থাপনাসহ বিভিন্ন মালামাল ও আসবাবপত্র বাড়ীর লোকজন নিয়ে নেবে। কিন্ত দীর্ঘদিন অতিবাহিত হলেও তারা পানি বিদ্যুৎ ও গ্যাস লাইন স্থানান্তর করে দেয়নি। ফলে বাড়ীর মালিকদেরকে এসব বিলবাবদ প্রতিমাসে বিপুল পরিমান টাকা পরিশোধ করতে হচ্ছে। অথচ এসব লাইন ব্যবহার করছে কারখানা কর্তৃপক্ষ। অন্যদিকে একজন বাড়ীর মালিকের এক শতাংশ জায়গার দাম এখনো তারা পরিশোধ করছে না। সব মিলিয়ে ক্ষতিগ্রস্থ ৮টি পরিবারের সদস্যরা এক কোটি পয়ত্রিশ লাখ টাকা কারখানা কর্তৃপক্ষের নিকট পাবে বলে দাবী তাদের।
মানববন্ধনে ভোক্তভোগি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন, মাওলানা মোঃ মামুন দেওয়ান, ইউসুফ মুন্সী, রাজু আহমেদ,মামুন মিয়া প্রমুখ। তারা অবিলম্বে এ পাওনা টাকা আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।