গাজীপুর প্রতিনিধি:
হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আলীমুদ্দিন বুদ্দিন আটক হয়েছেন। তিনি গাজীপুর-২(সদর -টঙ্গী) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে নির্বাচন করেন। তিনি সাবেক গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন।
আজ রবিবার(১৫) সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি আটক হন।
জিএমপির বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম সংবাদটি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ বুদ্দিনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করে। এই আসামীর বিরুদ্ধে বাসন থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাসন থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় থানা ভবন এখনো পুরোদমে ব্যবহৃত হয়নি তাই বুদ্দিনকে জিএমপির সদর থানায় রাখা হয়েছে। সদর থানা পুলিশ আাসামী রাখার কথা স্বীকার করেছে।