কালিয়াকৈরে আ ক ম মোজাম্মেল হকসহ ২৩২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

গাজীপুর রাজনীতি সারা দেশ

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে অন্তর হোসেন (২২) নামের এক যুবক নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে। এছাড়া সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানসহ ২৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়।

সিরাজগঞ্জের শাহজাদপুর থানার কৈজুরী গ্রামের মো. মোনায়েমের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে বুধবার রাতে মামলাটি করেন।

ওই মামলায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ওসমান আলী ও কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কামাল উদ্দিন সিকদার ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেলকে আসামি করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সফিপুর এলাকায় ৫ আগস্ট বিকেলে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে অন্তর হোসেন নামের এক যুবক নিহত হন। পরে তার লাশ নিহতের পরিবার উদ্ধার করে নিয়ে যায়। ওই ঘটনায় বুধবার রাতে নিহতের চাচাতো ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় ২৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *