পূবাইলে দেশীয় অস্ত্রসহ আটক ৩

গাজীপুর সারা দেশ

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীর ৪০নং ওয়ার্ডের মাজুখান এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার ও একটি ধারালো চাকু জব্দ করা হয় ।

গ্রেপ্তারকৃতরা হলেন- শরিয়তপুর জেলার নড়িয়া থানার পূর্ব চন্ডিপুর এলাকার আতর আলীর ছেলে মো. শাওন (৩২), সুনামগঞ্জ জেলার শাল্লা থানার চরগাঁও এলাকার আইনুর রহমানের ছেলে রানা (২৫), গাজীপুর জেলার পুবাইল থানার পদ হারবাইদ এলাকার আরিফুল ইসলাম জুয়েলের ছেলে হিমেল (২৯)।

গ্রেপ্তারকৃত হিমেলের বিরুদ্ধে অপহরণ, ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

পূবাইল থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তিন যুবক ছিনতাই করার প্রস্তুতি নিচ্ছে। এ সময় অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপারে পূবাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *