গাজীপুর প্রতিনিধি:
প্রভাতী স্পোর্টিং ক্লাব এর ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার বিকালে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে শহীদ স্মৃতি প্রভাতী আন্ত:ক্লাব ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রভাতী স্পোটিং ক্লাবের সভাপতি এডভোকেট মোঃ মোস্তাফিজুর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক নাফিসা আরেফীনের অনুপস্থিতিতে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সহকারী ডাক্তার কামরুল ইসলাম কামাল,ভাষা শহীদ বরকত পরি বারের সদস্য আইন উদ্দিন বরকত, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গ্নীণহোম ইন্টারন্যাশনাল এর স্বত্বাধীকারী মইনুল ইসলাম মামুন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একেএস হসপিটাল এর স্বত্বাধিকারী খালেক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন বিশিষ্ট ব্যবসায়ী ও লোকমান মিয়া, পৃষ্ঠপোষকতায় ছিলেন ইয়াসিন ইলেকট্রিকের স্বত্বাধিকারী ও ওমর ফারুক সুমন এবং ক্রীড়াসাংবাদিক মো মাসুদ রানা।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ছাত্র-শিক্ষক জনতা একাদশ বনাম জুনায়েদ একাদশ।খেলা পরিচালনা করেন ফিফা রেফারি বিকাশ সরকার। ছাত্র শিক্ষক জনতা একাদশ এক বনাম জোনায়েদ একাদশ শূন্য।