বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা

গাজীপুর সারা দেশ

গাজীপুর প্রতিনিধি :

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে (গতকাল ২৭ সেপ্টেম্বর) শুক্রবর গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ৮টায় জেলা প্রশাসন চত্তরে আয়োজিত র্যালীতে অংশ গ্রহন করে গাজীপুর ট্যুরিস্ট ক্লাব, মনছবি ট্যুরিজমসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
“পর্যটন শান্তির সোপান”এই পতিপাদ্য বিয়য়কে ধারন করে র্যালী শেষে ভাওয়াল সন্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালমা খাতুন, আলোচনায় অংশ গ্রহণ করেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, গাজীপুর ট্যুরিষ্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রিন্সিপাল হুমায়ুন কবির, গাজীপুর ট্যুরিষ্ট ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুদ রানা, টিআইবি এরিয়া কোঅর্ডিনেটর আবুল ফজল মোঃ আহাদ, ফিফা’র রেফারী আলমগীর হোসেন সরকার, গাজীপুর ট্যুরিস্ট ক্লাবের কোষাধ্যক্ষ মেহেদী হাসান সীরাজ, ধারা ভাষ্যকার এন আই বাবু ও টুরিস্ট ক্লাবের সাংগঠনিক সস্পাদক শামীম মোহাম্মদ প্রমুখ।

বক্তাগণ,ইতিহাস-ঐতিহ্য ও প্রকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গাজীপুরকে পর্যটন বিকাশে সমন্বিতভাবে কাজ করার ঘোষণা প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *