গাজীপুরে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

গাজীপুর সারা দেশ

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) নাফিসা আরেফীন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার(১অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসকের সভাপতিতে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: ওয়াহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কায়সার খসরু, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা খাতুন, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু,সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির আহাম্মেদ, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, মজিবুর রহমান, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামছুল হক রিপন, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মনিরুজ্জামান, সহ-সভাপতি রেজাউল বারী বাবুল, গাজীপুর প্রিন্ট মিডিয়ার সাবেক সভাপতি শরিফ আহাম্মেদ শামীম, সাংবাদিক জহিরুল ইসলাম প্রমুখ। এছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক সাংবাদিকদের বক্তব্য মনযোগ দিয়ে শুনেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি ছাত্র-জনতার আন্দোলনে শহীদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং গাজীপুরের সার্বিক উন্নয়নের সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করে বলেন, ভয়হীন পরিবেশে পেশাগত দায়িত্ব পালনে সরকার সাংবাদিকদের সবধরণের সহযোগিতা করতে বদ্ধপরিকর।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *