গাজীপুরে কারখানায় ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫, লুন্ঠিত মালামাল উদ্ধার

গাজীপুর সারা দেশ

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর একটি কারখানায় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) কোনবাড়ী ও বাসন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ, দক্ষিণ) মো. আলমগীর হোসেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার হাটকয়রা গ্রামের জয়েন উদ্দিনের ছেলে মো. আকবর হোসেন (৪২), জামালপুর সদর থানার দিগপাইত গ্রামের সোহরাব হোসেনের ছেলে জীবন মিয়া (৩৫), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার উলাডাব গ্রামের রফেতুল্লাহ মিয়ার ছেলে হাসান মিয়া (৪৫) এবং যশোর জেলার মনিরামপুর থানার মহাতবনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইস্রাফিল হোসেন নয়ন (২৫), যশোর জেলার ঝিকরগাছা থানার পাল্লা রাজাপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে রাজিব হোসেন (২৪)।

পুলিশ কর্মকর্তা বলেন, গত ১৫ অক্টোবর রাত সোয়া ৩টার দিকে গাছা থানাধীন ভাড়ারীপাড়া এলাকার ইউরো নিটওয়্যার লিমিটেড কারখানায় ডাকাতির ঘটনা ঘটে।

এসময় ডাকাতরা বিপুল পরিমাণ ফেব্রিক্স লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে কারখানার মালিকপক্ষ গাছা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে কোনাবাড়ী থানা এলাকা থেকে আকবর হোসেন, জীবন মিয়া, হাসান মিয়া এবং বাসন থানা এলাকা থেকে ইস্রাফিল হোসেন নয়ন ও রাজিব হোসেনকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে লুষ্ঠিত মালামালের মধ্যে ৫ হাজার ৯৯৬ কেজি ফেব্রিক্স উদ্ধার করা হয় যার বাজার মূল্য অনুমান ৫০ লাখ টাকা। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *