![](https://dailyjagratobangladesh.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন ২৮ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া এলাকায় গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে পনেরটি ধারালো অস্ত্রসহ ৮ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে পাঠানোর পর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেফতারকৃতরা হলো, শাহরিয়ার হোসেন মৃদুল, বাবুল মিয়া, রায়হান, আবুল কালাম, নাজমুল হোসেন, কিবরিয়া, শরিফুল ও মোমিনুল। তাদের কাছ থেকে ৬টি রাম দা, ৫টি চাপাতি, ২টি চাকু, ২টি ছুরা ও ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, পোশাক কারখানায় ভাংচুর, মাদক কারবার ও কিশোর গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে শাহরিয়ার হোসেন মৃদুল মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন চেয়ারম্যানের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা গত ৫ আগস্টের পর থেকে বিএনপির নেতা-কর্মী পরিচয়ে চাঁদাবাজি, ঝুটের জন্য পোশাক কারখানায় ভাংচুর, মাদক কারবার ও কিশোর গ্যাং পরিচালনা করে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছিল। ইতিমধ্যে এলাকায় ডিস, ইন্টারনেট ও ময়লার ব্যবসায় বিরোধের জেরে একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এমনকি সম্প্রতি ২৮ নম্বর ওয়ার্ডে এক সংঘর্ষে একটি হত্যাকান্ডও ঘটেছে। এসব ঘটনায় এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে পরে গত শুক্রবার রাতে যোথবাহিনী নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের সাহাপাড়ায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রশস্ত্রসহ উল্লিখিত ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ মো: আরিফুর রহমান বলেন, আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নের লক্ষে গত শুক্রবার রাতে যৌথ বাহিনী অভিয়ান চালিয়ে ৮ জনকে দেশীয় অস্ত্র শস্ত্রসহ আটক করে থানায় হস্তান্তর করেছে। শনিবার তাদেরকে অস্ত্র আইনের মামলায় আদালতে সোপর্দ করা হলে আদালতের আদেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।