গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে সাবেক স্ত্রী শাকিরিন আক্তার (২০) কে হত্যায় অভিযুক্ত সাইদুর রহমান সানি (২৬) নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দিবাগত রাতে তাকে নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ মাদ্রাসা রোড হাসেমবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, কালীগঞ্জ থানা পুলিশ রূপগঞ্জের পূর্বাচল (সিপিসি-৩) র্যাব-১ এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ র্যাব-১১ (সিপিসি-১) টহল টিমের সদস্যদের সহায়তায় সোমবার রাতে অভিযানে সাইদুর রহমান সানিকে গ্রেপ্তার সম্ভব হয়।
গ্রেপ্তার সাইদুর রহমান সানি নরসিংদীর পলাশ উপজেলার ওয়াপদা গেইট পিডিবি এলাকার শাহ আলমের ছেলে। অন্যদিকে, নিহত শাকিরিন আক্তার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা (দক্ষিণ পাড়া) গ্রামের হারুন শেখের মেয়ে। তিনি এক সন্তানের জননী।
প্রসঙ্গত উল্লেখ্য, নিহত শাকিরিন ছিলেন সানির তালাকপ্রাপ্ত স্ত্রী। গত ২২ সেপ্টেম্বর সানির সাথে ঘুরতে গিয়ে শাকিরিন নিখোঁজ হন। পরে ২৫ সেপ্টেম্বর রাতে শাকিরিনের বাবা হারুন শেখ বাদী হয়ে কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির একদিন পর ২৬ সেপ্টেম্বর বিকেলে নিজ গ্রাম থেকে শাকিরিনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ পুলিশ।