গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৫ বোতল বিদেশি মদসহ আদম আলী (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) রাত পৌনে দশটার দিকে সদর উপজেলার দরগারচালা পাঁচ পীর মাজার এলাকায় আশরাফুলের বাড়িতে এ অভিযান করেন পুলিশ।
গ্রেপ্তারকৃত আদম আলী টাঙ্গাইল সদর থানার চারাবাড়ি গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। তিনি আশরাফুলের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ সূত্রে জানা যায়, জয়দেবপুর থানাধীন দরগারচালা এলাকায় দীর্ঘদিন ধরে আদম আলীসহ বেশ কয়েকজন মাদক ব্যবসা চালিয়ে আসছে। বুধবার রাতে মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে পুলিশ আদম আলীর বসত ঘরে অভিযান চালায়। সেখান থেকে ৮ বোতল বিদেশি ভদকা ও ৭ বোতল বিদেশি ব্ল্যাক লেবেল মদসহ আদম আলীকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধারকৃত মদের মূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।