গাজীপুরে সাংবাদিক লিটনের মুক্তির দাবিতে জেইউজির মানববন্ধন

গাজীপুর সারা দেশ

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের জ্যেষ্ঠ সাংবাদিক অধ্যাপক শামছুল হুদা লিটনের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিক ইউনিয়ন গাজীপুর-জেইউজি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে গাজীপুর জেলা জজ কোর্টের সামনে জেইউজি সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ গাজীপুরের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, লইয়ার্স কাউন্সিল গাজীপুরের সভাপতি অ্যাডভোকেট শামসুল হক ভূইয়া, জেইউজি সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ, সিনিয়র সহসভাপতি শেখ আজিজুল হক, জেইউজি সাংগঠনিক সম্পাদক রেজাউল বারী বাবুল, গাজীপুর রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রিন্সিপাল হুমায়ুন কবির, গাজীপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ এস এম হাবিবুর রহমান হাবিব, নির্বাহী সদস্য এফ এম কামাল হোসেন প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।

নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক শামসুল হুদা লিটনের মুক্তি দাবি করেন। অধ্যাপক শামসুল হুদা লিটন জেইউজির যুগ্ম-সম্পাদক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইনকিলাবের কাপাসিয়া সংবাদদাতা এবং কাপাসিয়ার তারাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক।

উল্লেখ্য, আওয়ামী আমলে স্থানীয় জামায়াত-শিবির নেতা-কর্মীদের নামে দায়ের করা কথিত নাশকতার একটি মামলায় সাংবাদিক লিটন জামিনে ছিলেন। গত ১৬ অক্টোবর ওই মামলার ধার্য তারিখে এক অনিবার্য কারণে তিনি আদালতে হাজিরা দিতে পারেননি। পর দিন ১৫ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা জানালে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। একই মামলায় গত বছর ২২ নভেম্বর কাপাসিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। দীর্ঘ দিন ফ্যাসিবাদ সরকারের এ মিথ্যা মামলায় তিনি কারাভোগ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *