গাজীপুরে হত্যা মামলায় শ্রমিক লীগের নেতা সোবহান গ্রেপ্তার

গাজীপুর সারা দেশ

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর চান্দনা-চৌরাস্তা এলাকার কাাঁচা বাজার আড়ত ব্যবসায়ি সমিতির সভাপতি ও বাসন থানা শ্রমিক লীগের একাংশের সভাপতিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী সদস্যরা।

বৃহস্পতিবার ভোরে নগরীর ভোগড়া এলাকার নিজ বাড়ি থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, মার্কেট ও জমি দখল, বিভিন্ন কারখানায় ভাংচুরের নেতৃত্ব প্রদান ও হত্যা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

এসময় তার বাসা ও অফিস থেকে পাঁচটি রামদা, ওয়াকিটকি, ১৪ টি মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আব্দুস সোবাহান (৫০), গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়া উত্তরপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে মহানগরীর ভোগড়া এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় টের পেয়ে বাড়ির দোতলা থেকে লাফিয়ে নীচে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে সোবহানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে পাঁচটি রামদা, ওয়াকিটকি, ১৪ টি মোবাইল ফোন ও ল্যাপটপ সহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে দু’ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
বাসন থানার পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা নন্দলাল চৌধুরী জানান, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে বাসন থানা থেকে গাজীপুর মহানগর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাসন থানার ওসি রাহেদুল ইসলাম জানান, গ্রেপ্তার সোবহানকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, মার্কেট ও জমি দখল, বিভিন্ন কারখানায় ভাংচুরের নেতৃত্ব প্রদান ও হত্যা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। কিন্তু এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে বাসন থানার ওসি অপরাগতা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *