গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর থানাধীন শিববাড়ী মোড় এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারির নাম জাহিদ মিয়া (২১)। এ সময় তার কাছে থেকে এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক শফিকুল ইসলামের নেতৃত্বে বুধবার দিবাগত রাতে শহরের শিববাড়ি মোড় এলাকায় অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত জাহিদ মিয়া গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড এলাকার আয়নাল হকের ছেলে।
এই ঘটনায় জিএমপি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।