নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈরে দরবাড়ীয়া এলাকায় রবিবার (৩ নভেম্বর) সকালে দরবাড়ীয়া কবিরপুর আঞ্চলিক সড়কে গুম হওয়া যুবক মোস্তফাকে ফিরে পেতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।
১২ বছর আগে বিএনপির মতাদর্শি হওয়ায় এলাকার আওয়ামী সরকারের দোসররা মোস্তফা হোসেন কে গুম করে বলে অভিযোগ রয়েছে, এর পর থেকে মোস্তফার আজ পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি। তাকে জীবিত অবস্থায় ফিরে পেতে চায় পরিবার।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। গুম হওয়ার ছেলের মা দুবেলা খাতুন জানান, গত ১০-১২ বছর আগে আমার ছেলে গুম হয়ে গেছে আজও পর্যন্ত আমার ছেলের খোঁজ পাইনি। জীবিত অথবা মৃত আমার ছেলের সন্ধান চাই। আমার ছেলে কোথায় রয়েছে এখনো জানি না।
গুম হওয়ার মোস্তফার ভাই ফারুক হোসেন জানান, বিগত আওয়ামী লীগের সরকারের আমলে আমার ভাই গুম হয়েছে আজও পর্যন্ত আমার ভাইয়ের সন্ধান পাইনি। আওয়ামী লীগের দোসরয়া আমার ভাইকে গুম করে রেখেছে। যারা এই কাজ করেছেন সঠিক তদন্ত করে তাঁদের বিচারের আওতায় আনা হোক।
এলাকাবাসী জহুর উদ্দিন জানান, বহু বছর যাবত মোস্তফা হোসেন নিখোঁজ হয়েছে তাকে ফিরে পেতে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি।