টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে আটক ১১৭

গাজীপুর সারা দেশ

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়েছে কেরানিরটেক বস্তি ও জাবান হোটেলে। এসময় মাদক উদ্ধারসহ ১১৭ জন অপরাধীকে আটক করা হয়েছে। অভিযানকালে জাবান হোটেল পরিচালনার দায়িত্বে থাকা মিল্টন (৪৪) নামে এক ব্যক্তি হোটেলের তিন তলা থেকে লাফিয়ে পালাতে গিয়ে বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আজ দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। অভিযানে সেনাবাহিনীর ছাড়াও র‌্যাব, বিজিবি ও পুলিশের প্রায় ৫৫০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নেন।

এলাকা সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর আশকোনা ক্যাম্প কমান্ডার লে: কর্নেল মাহবুব ও রাজধানী উত্তরা দিয়াবাড়ি সেনা ক্যাম্প কমান্ডার লে. কর্নেল মো. তাহসিন এর নেতৃত্বে টঙ্গীর কেরানিটেক বস্তি ও তার পাশে থাকা একটি তিন তারকা ‘জাভান’ হোটেলে অভিযান চালানো হয়। অভিযানে কেরানিরটেক বস্তির কয়েকটি ঘর থেকে ৩ ভরি স্বর্ণ, ১০ কেজি গাঁজা ২হাজার ৫০০ পিস ইয়াবা বড়ি, ২০ বোতন দেশিয় মদ, ১০ বোতল ফেনসিডিল, দেশীয় অস্ত্র ও নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদক জব্দসহ মাদক কারবার এর সাথে জড়িত ৪০ জনকে আটক করেছে যৌথবাহিনী।

অপরদিকে টঙ্গীর ‘জাভান’ হোটেলে গতকাল রাত থেকে আজ সোমবার সকাল দশটা পর্যন্ত চলা যৌথ বাহিনীর অভিযানে হোটেলে অভিযান চালিয়ে ৩হাজার ৪৯৪ ক্যান বিয়ার, ৫৯৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ সময়  পতিতা বৃত্তির অপরাধে ২৭ জন নারী, হোটেলে আসা ৩২ জন পুরুষ ও হোটেল পরিচালনায় নিয়োজিত ১৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে। এদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।এ বিষয়ে লে. কর্নেল মো. তাহসিন গণমাধ্যমকর্মীদের জানান, টঙ্গীর আমতলী এলাকায় ‘জাভান’ হোটেলে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ ছিলো। এছাড়া কেরানিটেক বস্তিতে মাদক কারবারিদের আখঁড়া ছিল। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে পুরো টঙ্গী ও গাজীপুরজুড়ে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *