বশেমুরকৃবি’তে মৃত্তিকা বিজ্ঞান গবেষণা মাঠে কৃষি আবহাওয়া স্টেশন স্থাপন

গাজীপুর সারা দেশ

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

পরিবর্তিত জলবায়ু পরিস্থিতি মোকাবিলা করে কৃষিতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আবহাওয়ার সার্বিক পরিস্থিতি জানার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের গবেষণা মাঠে অত্যাধুনিক কৃষি আবহাওয়া স্টেশন স্থাপন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে এবং আইওটিক্সল্যাবের (IoTixLab) অর্থায়নে মঙ্গলবার এ স্টেশন স্থাপনের শুভ উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন বশেমুরকৃবি’র উপাচার্য প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, আইওটিক্সল্যাব, ঢাকার ব্যবস্থাপনা পরিচালক নাহিদ হাসান।

আবহাওয়া পর্যবেক্ষণে এ উন্নত প্রযুক্তির স্টেশনের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এ স্টেশন স্থাপনের মাধ্যমে কৃষিতে এক যুগান্তকারী অধ্যায় রচিত হলো। জলবায়ু পরিবর্তনের সাথে আবহাওয়া কী হারে পরিবর্তিত হবে, তা স্বয়ংক্রিয়ভাবে এ প্রযুক্তির মাধ্যমে তৎক্ষণাৎ জানা যাবে, যার উপর ভিত্তি করে দ্রুত ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে।

প্রযুক্তিনির্ভর বিশ্বে অন্যান্য ক্ষেত্রের মতো কৃষির সমৃদ্ধি আনয়নে প্রযুক্তির শতভাগ ব্যবহার নিশ্চিত করে বশেমুরকৃবি’র গবেষণা খাতকে উত্তরোত্তর এগিয়ে নেওয়া ও কৃষক পর্যায়ে পৌঁছানোর দৃঢ়তাও ব্যক্ত করেন এডি সায়েন্টিফিক ইনডেক্সের গবেষণায় স্থান পাওয়া এ গবেষক ও বিজ্ঞানী।

মৃত্তিকা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় এ উদ্বোধন অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান ড. মো. দীন ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন একই বিভাগের সিনিয়র শিক্ষকবৃন্দ, এমএস পিএইচডি’র শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *