হোয়াইট হাউসে বসে নির্বাচনের ফলাফল দেখবেন বাইডেন

আন্তর্জাতিক রাজনীতি

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রে চলছে ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। স্থানীয় সময় মঙ্গলবার সকাল হতেই দেশটির ৫০টি অঙ্গরাজ্যে একের পর ভোটগ্রহণ শুরু হয়।

এবারের নির্বাচনে চিরপ্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে লড়াই করার কথা ছিল দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডেমোক্র্যাটিক পার্টির জো বাইডেনের। কিন্তু সেই ট্রাম্পের কাছেই বিতর্কে পরাজয়ের রেশ ধরে বাইডেনকে প্রার্থিতা প্রত্যাহার করতে হয় এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রার্থিতার জায়গা ছেড়ে দিতে হয়। সেই জো বাইডেন মঙ্গলবার হোয়াইট হাউসে বসেই নির্বাচনের খবরাখবর নেবেন।

সাম্প্রতিক দিনগুলোতে জনসমাগমে বাইডেন তুলনামূলকভাবে কমই হাজির হয়েছেন। মঙ্গলবার ভোটের দিন তিনি বিগত সপ্তাহগুলোর ধারাবাহিকতাই বজায় রাখবেন, অর্থাৎ জনসমাগমে হাজির হবেন না। এছাড়া তার সফরসূচিতে কোনও সরকারি অনুষ্ঠানও নেই আজ।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন হোয়াইট হাউসে থেকেই দীর্ঘদিনের সহযোগী ও সিনিয়র কর্মীদের সঙ্গে নির্বাচনের ফলাফল দেখবেন। সূত্র:সিএনএন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *