নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:
আজ বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে সকাল ১১.০০টায় চাকুরীরক্ষা কমিটির উদ্যোগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অন-ক্যাম্পাস শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। জাতীয়
বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সেক্রেটারি নাজিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্র ফেসর মোঃ লুৎফর রহমান, ডিন (ভারপ্রাপ্ত) প্র ফেসর ড. ফকির রফিকুল
আলম, শিক্ষক প্রতিনিধি সহযোগী অধ্যাপক শেখ মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, চাকুরীরক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক
আবু হানিফ খন্দকার, সদস্য সচিব মিয়া হোসেন রানা, অন্যতম সদস্য মোঃ তারিকুল ইসলাম, কর্মচারীদের পক্ষ
থেকে ইয়াকুব, মিয়াজ উদ্দিন, রবিউল ইসলাম, শেখ শাহাবুদ্দিন, মোঃ আলমগীর সরকার, জলিলুর রহমান, আব্দুল
মতিন, আফজাল হোসেন এবং অন-ক্যাম্পাস শিক্ষার্থী দের মধ্যে থেকে অফিউল, সাহেদ, ফাহিম ফয়সাল। এ
প্রতিবাদ সভায় বক্তারা উপাচার্য মহোদয়ের হত্যার হুমকি দাতাকে দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতারের জোর
দাবি জানান।
অনুষ্ঠানে উপ-উপাচার্য প্রফেসর মোঃ লুৎফর রহমান তার বক্তব্যে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য
যখন অত্যন্ত সততা, নিষ্ঠা ও ন্যায়ের পক্ষে এবং জুলাই’৩৬ আন্দোলনের ছাত্র-জনতার প্রত্যাশা নিয়ে কাজ করছেন
তখনই কিছু মানুষের বিরাগভাজন হয়েছেন যার প্রতিফলন হিসেবে এ ধরনের হত্যার হুমকি। তিনি এই হুমকির
তীব্র নিন্দা করে অনতিবিলম্বে দুষ্কৃতকারীকে গ্রেফতারের আহ্বান জানান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন চাকুরীরক্ষা
কমিটির অন্যতম সদস্য মোঃ আকরাম হোসেন।