এবার কিং খানকে হত্যার হুমকি

বিনোদন

অনলাইন ডেস্ক:

সম্প্রতি সালমান খান ও তার বাবার প্রাণনাশের হুমকির পর এবার এলো বলিউডের কিং খান নামে পরিচিত
শাহরুখকে হত্যার হুমকি।

গত বৃহস্পতিবার ভারতের ছত্তিশগড় থেকে মুম্বাই পুলিশের কাছে শাহরুখকে হত্যার হুমকি দিয়ে মুম্বাই পুলিশের কাছে একটি অজ্ঞাতনামা যুবকের টেলিফোন আসে। হত্যার হুমকি দিয়ে ৫০লক্ষ টাকা দাবি করে বসে সেই যুবক।

এই ফোনের লোকেশান খুঁজে ছত্তিশগড়ে পৌঁছেছে মুম্বাই পুলিশ। পুলিশের সূত্র জানায়, এই এই অজ্ঞাতনামা টেলিফোনটি করেছিল ফকায়জান নামের একজন। ত্রাকে খোঁজার কাজ চলছে এখন

এই ব্যক্তি সালমান খানকে হত্যার হুমকির সাথেও জড়িত কী না সেই বিষয়ে জানার চেষ্টা করছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, নিরাপত্তার খাতিরে এবার নিজের জন্মদিন খুব সাবধানে পালন করেছেন শাহরুখ। নিয়েছেন পুলিশি নিরাপত্তা। প্রতি বছর জন্মদিনের রাতে মান্নাতের বারান্দায় ভক্তদের সঙ্গে দেখা করলেও এবছরে তা করা হয়ে ওঠেনি শাহরুখের। অন্যবারের তুলনায় এবার নিরাপত্তা ব্যবস্থাতেও চিল অত্যন্ত কড়াকড়ি।

এমন বিশেষ নিরাপত্তার জন্য মুম্বাই পুলিশকে ধন্যবাদ জানিয়ে খাবারের বাক্স পাঠিয়েছিলেন তিনি। সঙ্গে  দিয়েছিলেন থ্যাঙ্ক ইউ নোট।

তবে এটিই শাহরুখের হত্যার প্রথম হুমকি নয়। এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন তিনি। সেই সময় মুম্বাই পুলিশ শাহরুখকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল। তারপাশে সেসময় ২৪ঘন্টা ৬জন সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকতো। এবারও তার কঠিন নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *