নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:
গাজীপুর মহানগরীর ভারারুল বটতলা এলাকায় হযরত আলী নামে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে হত্যা করা হয়।
নিহত হযরত আলী (৩৮) মহানগরীর ভারারুল বটতলা এলাকার আজিম উদ্দিনের ছেলে। তার মরদেহ শহীদ তাজউদ্দীন আহমেদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতদের ভাতিজা জুনায়েদ হোসেন ও স্বজনরা জানান, হযরত আলী বাড়ির পাশে মুদি দোকানে ব্যবসা করেন। নিজের জমিতে স্থাপনা করতে চাইলে দুই মাস আগে স্থানীয় মাসুদ ও তার গংরা চাঁদা দাবি করেন। এটি হযরত আলী দিতে অস্বীকার করেন। নির্মাণ কাজ শুরু করলে মাসুদ দেওয়ান, আলীমসহ ৫-৬ এসে মিস্ত্রির হাতে কোপ দিয়ে আহত করেন। এ ঘটনায় হযরত আলী থানায় তাদের নামে অভিযোগ দেন। এরপর থেকে তারা হযরত আলীকে ফোনে হত্যার হুমকিও দেন।
নিহতদের ভাতিজা জুনায়েদ হোসেন বলেন, রোববার বিকেলে চাচা দোকানে বসা ছিলেন। মাসুদ তার দলবল নিয়ে চাচার উপর দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করেন। তাকে চাকু দিয়ে আঘাত করলে ফুসফুসে আঘাত লেগে দোকানের মধ্যে মারা যান।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।