কালীগঞ্জ(গাজীপুর)প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদে উপজেলার সাবেক যুবলীগের যুগ্ম সম্পাদক ও চেয়ারম্যান (প্যানেল-২) মো. মনির হোসেন খান কে চেয়ারম্যান পদ থেকে প্রত্যাখনের দাবিতে অত্র ইউনিয়নের ছাত্রদলের নেতা র্কমীরা প্রতিবাদ র্যালী ও বিক্ষোভ করেন।
র্যালী শেষে বুধবার বিকেলে নাগরীর উলুখোলা বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদের সামনে এক প্রতিবাদ সভা করেন।
এর আগে বিক্ষোভটি বুধবার সকাল থেকে বিকেল পযর্ন্ত দিন ব্যাপী ঢাকা বাইপাস সড়কসহ নাগরী ইউনিয়নের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে । পরে ইউপি পরিষদে এসে বিক্ষোভ মিলিতটি শেষ হয়।
ইউনিয়ন ছাত্রদল কর্তৃক আয়োজিত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি আরিফ খান জয় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাফিস তালুকদার।
টানা দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ রহিম সরকার, গাজীপুর জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, নাগরী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশ, সিনিয়র সহসভাপতি হান্নান মোল্লা, সিনি: যুগ্ন সম্পাদক অবাইদুর আকন্দ,ছাত্র বিষয়ক সম্পাদক রাসেল মৃধা, কালিগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মজিবর, নাগরী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন নাসিম,সিনিয়র যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম মাসুম নাগরী ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আরিফ খান জয়, সাধারণ সম্পাদক নাফিস তালুকদার, সিনিয়র সহ-সভাপতি খোকন বাদশা, সাংগঠনিক সম্পাদক সজীব শেখ সহ নাগরী ইউনিয়ন বি এন পি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন