গাজীপুরে আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত

গাজীপুর সারা দেশ

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

‘‘বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে গণপ্রকৌশল দিবস-২০২৪ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর গৌরবোজ্জল ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে আইডিইবি’র গাজীপুর মহানগর শাখা ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষার্থীরা র‍্যালি বের করেন।

প্রথমে ডুয়েটের শিক্ষার্থীরা র‍্যালি নিয়ে মহানগরীর প্রকৌশলী ভবনের সামনে আসে। এরপর মহানগর কমিটি একত্রিত হয়ে র‍্যালিটি রাজবাড়ি সড়ক প্রদক্ষিণ শেষে প্রকৌশলী ভবনের হল রুমে আলোচনা সভায় অংশ নেন।

গাজীপুর জেলা নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী ইব্রাহিম খলিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন আহমদে।

সভায় আরও বক্তব্য রাখেন- জেলার সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, পল্লি বিদ্যুৎ সমিতি এক্সিকিউভ মো. আনোয়ার ডোমেন, টাকসালের এক্সিকিউটিভ মো. মাহফুজুর রহমল, চাকরিজীবী হাজি জাহিদুল ইসলাম, বিডব্লিউটিএ উপসহ প্রকৌশলী মনিরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *