সাংবাদিকদের সাথে জিএমপি নতুন কমিশনারের মতবিনিময়

গাজীপুর সারা দেশ

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

গাজীপুর মহানগর পুলিশের নয়া কমিশনার ড. মো. নাজমুল করিম খান বলেছেন, পুলিশ একটা সময়ে পেশাদারিত্ব ভূলে দানব হয়ে গিয়েছিল। পুলিশ বলে বেড়াত আমরা সরকার ক্ষমতায় রাখি। কি লজ্বার কথা। সেই পুলিশ কি টিকতে পেরেছে? পারেনি। তাই এ দাম্বিকতা ঠিক না। যার কাজ যেটি তাকে সেটিই করতে দেয়া উচিত। সেই দানব পুলিশ কিন্তু আজ অসহায় পুলিশ হয়ে গেছে। সমাজ এখন খুব ভঙ্গুর অবস্থায় আছে। কারণ পুলিশ এখনো নিস্ক্রিয়। আবার পুলিশকে সাহস জোগাতে হবে। যে সাহসী পুলিশ শত্রুর বিরুদ্ধে লড়াই করবে, আসামির বিরুদ্ধে লড়াই করবে।

তিনি বলেন, কিন্তু আমি মানুষকে প্রকৃত পুলিশের সেবা দিতে চাই। গাজীপুর মহানগর পুলিশকে জনগণের পুলিশে পরিণত করতে চাই। যাতে মানুষ পুলিশ দেখলে ভরসা পায়, মানুষের মনে বিশ্বাস জাগে, আমি এমন পুলিশ হয়ে কাজ করতে চাই।আমাদের পুলিশের কাজ সব সময় বলে দুষ্টের দমন, সিষ্টের লালন। আমরা গত কয়েক বছর দুষ্টের দমনও করিনি আর সিষ্টের লালনও করিনি। গায়েবি মামলা দিয়েছি। গুম, খুন করেছি এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি। এটি থেকে বেরিয়ে এসে যারা ক্রাইম করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। একটা সময় আমরা কথা বলতে পারতাম না। প্রায় ১৬ বছর পরে আজ আমরা প্রাণ ভরে, মনখূলে কথা বলতে পারছি। এসময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিপ্লবে অংশগ্রহণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

জিএমপি কমিশনার সাংবাদিকদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন। তিনি এসব সমস্যা সকলের সহযোগীতায় সমস্যাধানের আশ্বাস প্রদান করেন।

তিনি বলেন, বর্তমানে পুলিশকে সাহসিকতা ও মনোবল জোগাতে হবে। পুলিশের শত্রুদের বিরুদ্ধে আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে। সমাজে যারা অপরাধ করছে, তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। পুলিশকেও তাদের কাজ করতে দিতে হবে এবং জনগণের পাশে থাকতে হবে।

ড. মো. নাজমুল করিম খান বলেন, পুলিশের কাজ সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কাজের মাধ্যমে সমাজে শান্তি এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করি, তবে সমাজে সুশাসন প্রতিষ্ঠিত হবে। সিস্টেমের দুর্বলতা বা সমাজের অস্থিরতার মধ্যে পুলিশের ভূমিকা আরও বেশি গুরুত্বপূর্ণ। আমাদের কাজ হচ্ছে দুষ্টের দমন করা এবং ন্যায় প্রতিষ্ঠা করা। সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনা আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই পুলিশকে আরও সাহসী এবং শক্তিশালী হতে, যাতে তারা অপরাধীদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিতে পারে।

তিনি আরো বলেন, আপনারা সঠিক ও বস্থুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন। যাতে আমরা সমাজের প্রকৃত অবস্থা জানতে পারি। এসময় তিনি রাগ, অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে মিথ্যা সংবাদ প্রকাশ না করতে সাংবাদিকদের অনুরোধ করেন।

নতুন কমিশনার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, আমি গাজীপুরে যথাযথ পুলিশিংটা করতে চাই। তিনি অপরাধীদের হুশিয়ারি দিয়ে বলেন, যদি কোন এলাকায় ছিনতাইকারীরা এলাকায় অপরাধ করতে চায়, তাহলে তাদের জীবনের ঝুকি নিতে হবে। আমি অপরাধ দমনে শতভাগ আন্তরিকতা নিয়ে কাজ করব। তাদের প্রতিরোধ প্রয়োজনে জীবন বাঝি রেখে কাজ করব। অতএব, ছিনতাইকারীকেও ছিনদতাই করতে হলে আমার মত জীবনের ঝুকি নিতে হবে। যারাই অপরাধ করতে চেষ্টা করবে, তারাই ঝুকির মধ্যে থাকবে।

গত সোমবার (১১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের উপ-সচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ড. মো. নাজমুল করিম খানকে জিএমপির নয়া কমিশনার হিসাবে নিয়োগ প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *