ইংল্যান্ডের কাছে সিরিজ হারলো ওয়েস্ট ইন্ডিজ

খেলা

স্পোর্টস ডেস্ক:

পাওয়ার প্লেতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে ধস নেমেছিল। অধিনায়ক রোভম্যান পাওয়েল বিপর্যয় থেকে দলকে টেনে তুলে সম্মানজনক স্কোর এনে দিলেও তা যথেষ্ট ছিল না। ৩ উইকেটে জিতে ইংল্যান্ড ৩-০ তে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করলো।

পাওয়ার প্লের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ৩৭ রানে পাঁচ উইকেট হারায়। অধিনায়ক রভম্যান চমৎকার ইনিংস খেলে স্বাগতিকদের লড়াইয়ে ফেরান। অন্য প্রান্ত থেকে ভালো সমর্থন দিয়ে গেছেন রোমারিও শেফার্ড। দুজনের ব্যাটে ইনিংস মেরামত করে ক্যারিবিয়ানরা ৮ উইকেটে ১৪৫ রান করে।

সাকিব মাহমুদ পাওয়ার প্লেতে দাপট দেখান। অবশ্য দলকে লড়াইয়ে ফেরানো রভম্যান ও শেফার্ডকে নিজের শিকার বানান জেমি ওভারটন। তার দুই ওভারে তিন উইকেট হারিয়ে আবার ধাক্কা খায় স্বাগতিকরা। ৭৩ রানের জুটি গড়ার পথে শেফার্ড ৩০ রান করেন। ৪১ বলে ৩ চার ও ৪ ছয়ে ৫৪ রান করেন রভম্যান। শেষ দিকে ২১ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আলজারি জোসেফ।

শুরুতেই ধাক্কা দেওয়া সাকিব ১৭ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হন। সমান সংখ্যক উইকেট পান ওভারটন। ২০ রান দেন তিনি।

লক্ষ্যে নেমে ইংল্যান্ডের শুরুটাও ভালো হয়নি। ৩৭ রানে তারা তিন উইকেট হারায়। উইল জ্যাকস ও স্যাম কারান এই ধাক্কা সামাল দেন। তাদের ৩৮ রানের জুটি ভেঙে যায় জ্যাকসের (৩২) বিদায়ে।

এরপর কারান ও লিয়াম লিভিংস্টোনের ৩৯ রানের জুটিতে জয়ের ভিত গড়ে ফেলে ইংল্যান্ড। মূলত তিনবার লিভিংস্টোনকে জীবন দেওয়ার খেসারতই দিতে হয়েছে ক্যারিবিয়ানদের। ৬, ৮ ও ২১ রানে জীবন পাওয়া ইংলিশ ব্যাটার থেমেছেন ১৯তম ওভারে। ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে স্বাগতিকদের। ২৬ বলে ৩৯ রান করেন লিভিংস্টোন। সর্বোচ্চ ৪১ রান আসে কারানের ব্যাটে। ১৯.২ ওভারে ৭ উইকেটে ১৪৯ রান করে ইংল্যান্ড।

আকিল হোসেন ৪ ওভারে ২২ রান দিয়ে সর্বোচ্চ চার উইকেট নেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *