শহিদদের নামে তিন স্টেডিয়ামের নামকরণ

খেলা সারা দেশ

ক্রীড়া ডেস্ক:

কুষ্টিয়া, টাঙ্গাইল ও ঢাকার তিনটি স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। সেগুলোর নাম বদলে বুয়েট শাখা ছাত্রলীগের নির্যাতনে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হওয়া শহিদদের নামে রাখা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কুষ্টিয়ার ‘শেখ কামাল স্টেডিয়াম’ এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহিদ আবরার ফাহাদ স্টেডিয়াম, কুষ্টিয়া। টাঙ্গাইলের ‘টাঙ্গাইল জেলা স্টেডিয়াম’ এর নামকরণ করা হয়েছে শহিদ মারুফ স্টেডিয়াম, টাঙ্গাইল। আর ঢাকার বাংলাদেশ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ মাঠের নামকরণ করা হয়েছে শহিদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ, ঢাকা।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা পিটিয়ে হত্যা করে।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের খবর পেয়ে ৫ আগস্ট বিকেলে টাঙ্গাইল শহরের মেইন রোডে ছাত্র-জনতা বিজয় মিছিল বের করেন। ওই মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে টাঙ্গাইল সদর থানার কাছে গুলিবিদ্ধ হয়ে শাহীন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মারুফ নিহত হন।

আর গত ১৮ জুলাই ‘কোটাবিরোধী আন্দোলনে’ ধামন্ডি ২৭ নম্বর রোডে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ফারহান ফাইয়াজ বুকে গুলি লেগে নিহত হন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *