প্রশ্নপত্রের প্রলোভনে শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

আইন-অপরাধ সারা দেশ

অনলাইন ডেস্ক:

নাটোরে প্রশ্নপত্রের প্রলোভন দেখিয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মাদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন নাটোর সদর উপজেলার বাগরুম গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. হযরত আলী (৪২)।

মামলা সূত্রে জানা যায়, আসামি মো. হযরত আলী স্থানীয় বাগরুম ব্র্যাক শিশু নিকেতনের শিক্ষিকা ফাতেমাতুজ জোহরার স্বামী। সেই সূত্রে মেয়েটি হযরত আলীর কাছে প্রাইভেট পড়তে যেতো। ২০১৮ সালের ৮ জুলাই বিকেলে আসামি হযরত আলী অন্য ছাত্র-ছাত্রীকে ছুটি দিলেও মেয়েটিকে প্রশ্ন দেখানোর প্রলোভন দেখিয়ে তার নিজ বাসভবনে নিয়ে যান। এরপর ধর্ষণ করে ভয়-ভীতি দেখানো হয় যেন ঘটনাটি কাউকে না বলা হয়।

বিষয়টি জানার পর মেয়েটির বাবা ১২ জুলাই নাটোর সদর থানায় মামলা করেন। পুলিশ মামলাটি তদন্ত করে অভিযোগপত্র দাখিলের পর শুনানি শেষে বিচারক রায় ঘোষণা করেন।

আদালত জরিমানার টাকা ভিকটিমকে প্রদানের নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন নাটোর জজ কোর্টের পিপি রুহুল আমিন তালুকদার টগর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *