গাজীপুরে প্রবাসীর জমি দখলের অভিযোগ

গাজীপুর সারা দেশ

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

গাজীপুরের কাপাসিয়ায় এক ইতালী প্রবাসীর জমি জবর দখলের অভিযোগ দুইটি সরকারী অফিসের পিতা-পুত্র দুই পিয়নের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন প্রবাসীর ভাই আসাদুজ্জামান নূর।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তার ভাই হাবিবুল্লাহ চৌধুরী বর্তমানে ইতালী প্রবাসী। কাপাসিয়ার দক্ষিণ খামের গ্রামের তার ৪৭.২৫ শতাংশ  জমি রয়েছে। এক্ই এলাকার বাসিন্দা ও কাপাসিয়া এসিল্যাড অফিসের পিয়ন সোলাইমান ও তার ছেলে একই উপজেলার পিআইও অফিসের পিয়ন সুমন অবৈধ প্রভাব খাটিয়ে তার ভাইয়ে জমি জোড়পূর্ব দখলের চেষ্টা করছে। বাধা দিলে প্রাণ নাশের হুমকি প্রদান করে।

এ ব্যাপরে গাজীপুরের তৃতীয় সহকারী জজ আদালতে মামলা দায়ের (১৭০/২০২৪) করলে আদালত স্থায়ী নিষেধাজ্ঞা দেয়। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা বর্তমানে ওই জমিতে স্থাপনা নির্মাণ করছে।

এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিলেও তারা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট মহলের সহযোগিতা কমনা করেন। এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত সোলাইমান বলেন, ওই দাগে জমির ওয়ারিশ মূলে মালিক ১৪ জন (ভাই-বোন)। কাগজ পত্র অনুযায়ী তারা ৭ শতাংশের মালিক। আমরা তাদের জমি দখল করিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *