নিজস্ব প্রতিনিধি,গাজীপুর:
গতকাল ২০ নভেম্বর, ২০২৪ মানিকগঞ্জে প্রশিকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষকদের Advanced ICT প্রশিক্ষণ পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ড. মোঃ নুরুল ইসলাম। এসময় তিনি শিক্ষক প্রশিক্ষনার্থীদের সাথে দীর্ঘক্ষন মতবিনিময় করেন এবং তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনেন। এ সময় উপ- উপাচার্য উপস্থিত সকলকে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ICT শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
অতঃপর তিনি প্রশিকার সকল প্রশিক্ষণ ল্যাব পরিদর্শন করেন। এ সময় উপ- উপাচার্য প্রফেসর ড. মোঃ নুরুল ইসলাম এর সাথে প্রশিকার পরিচালক, উপ-পরিচালক, ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজের কো-অর্ডিনেটর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রশিক্ষণ সম্বনয়ক ড. মো. হায়দার আলী উপস্থিত ছিলেন।