গাজীপুরে ১০ কোটি টাকার বনের জমি উদ্ধার,উচ্ছেদ করলো স্বেচ্ছাসেবক লীগ নেতার কলোনি

গাজীপুর সারা দেশ

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

গাজীপুরে বনবিভাগের এক উচ্ছেদ অভিযানে সোমবার প্রায় তিন একর বনের জমি অবৈধ দখল মুক্ত করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় বনের জমিতে পরিচালিত ওই অভিযানে ১০০টিরও উপরে ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসন ও যৌথবাহিনীর সহায়তায় বনবিভাগের উদ্যোগে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় ঢাকা বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার, বন্যপ্রাণী বিভাগের সহকারী বনসংরক্ষক মোঃ শেখ মোজাম্মেল হোসেন, গাজীপুর সদর উপজেলার ইউএনও মোঃ মামুনুর রশীদ অভিযান পরিচালনা করেন।

সহকারী বনসংরক্ষক মোঃ মোজাম্মেল হোসেন জানান, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্যারের নির্দেশনায় গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে ভবানীপুর এলাকায় প্রায় তিন একর পরিমাণ বনের জমি উদ্ধার করা হয়েছে। এসময় একশ’র বেশি ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, হাসিনা সরকারের আমলে বন দখলে অপ্রতিরোধ্য ছিলেন ওমর ফারুক। তার উস্কানিতে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর বেশ কয়েকবার হামলা চালান বনখেকোরা। ৫ আগস্টের পর গাজীপুর সদর উপজেলার গুচ্ছগ্রামে ওমর ফারুকের দখলে থাকা গেজেভুক্ত এক একর বনে বেশ কয়েকটি বাড়ি নির্মাণ করা হয়।

তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ মোহাম্মদ ওমর ফারুক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *